SSC পাশে ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ । DGDA Job Circular 2021

  
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
ঔষধ প্রশাসন অধিদপ্তর 
ঔষধ ভবন, মহাখালী, ঢাকা-১২১২
www.dgda. gov. bd
স্মারক নং-ভিজিডিএ/প্রশা-২৬/০৮/৪৩৭
তারিখঃ ১৯/০৫/২০২৯


SSC পাশে ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ প্রকাশ । DGDA Job Circular 2021



“ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১”

ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং এর অধীন অন্যান্য কার্ধালয়ের নিয়লিখিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিয়বর্ণিত শর্তে প্রকৃত স্থায়ী বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নির্ধারিত “ছক' মোতাবেক দরখান্ত আহবান করা যাচ্ছেঃ-


এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে মোট ১০টি ক্যাটাগরিতে মোট ৩৯ জন লোকজনবল নিয়োগ করার আহবান করেছ সংশ্লিষ্ট অধিদপ্তর । নিচে এই নিয়োগের বিস্তারিত তথ্য তুলে ধরা হলো :- 

বিস্তারিত তথ্য জানতে নিচের পুরো  লেখাগুলো পড়ুন


 ক্যাটাগরি-১

  • পদের নাম:
সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৪. বেতন-১০২০০-২৪৬৮০/-
  • শুন্য পদ সংখ্যা:
০৩ (তিন)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কে)  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।
(খ)  সাটলিপিতে ইংরেজি ও বাংলায় গতি মিনিটে নূন্যতম গতি যথাক্রমে ৭০ ও ৪৫ এবং Word Proccesing / Data Entry ও Typing এর ক্ষেত্রে গতি সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজীতে ৩০ শব্দ । 

ক্যাটাগরি-২

  • পদের নাম:
টেকরিক্যাল এসিসটেন্ট 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৪. বেতন-১০২০০-২৪৬৮০/-
  • শুন্য পদ সংখ্যা:
০৩ (তিন)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কে)  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ  এ অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।


ক্যাটাগরি-৩

  • পদের নাম:
ইনস্ট্রুমেন্ট মেকানিক 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৪. বেতন-১০২০০-২৪৬৮০/-
  • শুন্য পদ সংখ্যা:
০১ (এক)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান  হইতে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ট্রে কোর্স উ্তীর্ণসহ কোন স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ!

ক্যাটাগরি-৪

  • পদের নাম:
স্টোর কিপার 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৪. বেতন-১০২০০-২৪৬৮০/-
  • শুন্য পদ সংখ্যা:
০৩ (তিন)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কে)  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।
(খ)  সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছারের বাস্তব  অভিঙ্গতা থাকতে হবে । 

ক্যাটাগরি-৫

  • পদের নাম:
হিসাব সহকারী 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৪. বেতন-১০২০০-২৪৬৮০/-
  • শুন্য পদ সংখ্যা:
০৩ (তিন)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: "DGDA Job Circular 2021"

কে)  কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ হতে স্নাতক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।

ক্যাটাগরি-৬

  • পদের নাম:
ল্যাবরেটরী এসিসটেন্ট 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৬. বেতন-৯৩০০-২২৪৯০/-
  • শুন্য পদ সংখ্যা:
০৮ (আট)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কে)  কোনো স্বীকৃত বোর্ড  হইতে বাণিজ্য বিভাগ হতে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।

ক্যাটাগরি-৭

  • পদের নাম:
অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৬. বেতন-৯৩০০-২২৪৯০/-
  • শুন্য পদ সংখ্যা:
০৯ (নয়)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কে)  কোনো স্বীকৃত বোর্ড  হইতে অন্যুন  বিভাগ বা সমমানের জিপিএ তে HSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।
(খ)  সাটলিপিতে ইংরেজি ও বাংলায় গতি মিনিটে নূন্যতম গতি যথাক্রমে ৭০ ও ৪৫ এবং Word Proccesing / Data Entry ও Typing এর ক্ষেত্রে গতি সর্বনিম্ন বাংলায় ২৫ শব্দ ও ইংরেজীতে ৩০ শব্দ । 

  • যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন অনুযায়ী) নেই:

গোপালগঞ্জ, ময়মসিংহ, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, লালমনিরহাট, নড়াইল, বাগেরহাট, কুষ্টিয়া, ঝালকাঠি, পটুয়াখালী । 

বিশেষ দ্রষ্টব্য: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।

ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


ক্যাটাগরি-৮

  • পদের নাম:
ক্যাশ সরকার 
  •  বেতনস্কেল  গ্রেড:
গ্রেড: ১৮. বেতন-৮৮০০-২১৩১০/-
  • শুন্য পদ সংখ্যা:
০১ (এক)
  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
কে)  কোনো স্বীকৃত বোর্ড  হইতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।

ক্যাটাগরি-৯

  • পদের নাম:

অফিস সহায়ক 

  •  বেতনস্কেল  গ্রেড:

গ্রেড: ২০. বেতন-৮২৫০-২০০১০/- 

  • শুন্য পদ সংখ্যা:

০৭ (সাত)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কে)  কোনো স্বীকৃত বোর্ড  হইতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।


ক্যাটাগরি-১০

  • পদের নাম:

পরিচ্ছন্ন কর্মী  

  •  বেতনস্কেল  গ্রেড:

গ্রেড: ২০. বেতন-৮২৫০-২০০১০/- 

  • শুন্য পদ সংখ্যা:

০১ (এক)

  • শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:

কে)  কোনো স্বীকৃত বোর্ড  হইতে SSC বা সমমানের পরীক্ষায় উত্তীর্ন ।

  • যে সমস্ত জেলার প্রার্থীদের আবেদন করার প্রয়োজন অনুযায়ী) নেই:

মানিকগঞ্জ, মন্সীগঞ্জ, ফরিদপুর, গোপালগঞ্জ,  মাদারীপুর, শরীয়তপুর, জামালপুর, শেরপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, লক্ষীপ্রর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুয়া, বরগুনা, পটুয়াখালী, মৌলভীবাজার।

বিশেষ দ্রষ্টব্য: এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন।


এছাড়া আরো বিভিন্ন এনজিও চাকরির খবর ২০২২  এর আপডেট নিউজ পেতে এই সাইট এর সাথেই থাকুন

আরো চাকরির খবর পেতে নিচের এখানে বাটনে ক্লিক করুন  




আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে শর্তাবলি অনুসরণীয় :

০১।

  • ১লা এপ্রিল, ২০২১ খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা ১৮ (আঠারো) হতে ৩০ (ত্রিশ) বছরের মধ্যে হতে হবে। শুধুাত্র সুক্তিযোছধা/মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধি কোটায় বয়সসীমা ৩২ (বত্রিশ) বছর এবং মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র- কন্যাদের (লোতি-নাতনি) বয়সীমা ৩০ (ত্রিশ) বছর হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

 ০২।

  • সরকারি, আধা-সরকারি ও স্বায়গ্শাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থাদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি সাপেক্ষে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফরম পূরণের সময়  Departmental Candidate এর ঘরে টিক চিহ্ু দিতে হবে (বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে আবেদনের বয়সসীমা ৪০ চল্লিশ) বছর । অন্যদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য নয়।

৩।

  • শিক্ষাগত যোগ্যতাসহ অন্য যে কোনো বিষয়ে প্রার্থী কোনো ভুল তথ্য প্রদান করলে বা কোনো তথ্য গোপন করলে উক্ত প্রার্থীর আবেদনপত্র বাতিল করা হবে। .

০৪। 

  • নিয়োগবিধি অনুযায়ী সকল পদের জন্য লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে; তবে বর্ণিত ছকের ০১ ও ০৭ নং ক্রমিকের শূন্য পদের জন্য লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উপ্তণ প্রারথীরাই কেবল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য বিবেচিত হবেন।

০৫। 

  •  নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিিবিধান প্রগলিত হবে।

০৬। 

  • লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার/টিএ/ডিএ প্রদান করা হবে না।

৭.

  • নিয়োগকারী কর্তৃপক্ষ যে কোনো কারণে বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্য হ্রাসবৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। 


প্রার্থীর যোগ্যতা যাচাই;

কে) 

  • i) মৌখিক পরীক্ষার সময় সকল সনদ প্রত্যয়ন/অনাপ্তিপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
  • ii) মৌখিক পরীক্ষার সময় পূরণকৃত Application Copy  এর প্রিন্ট কপির সাথে সকল সনদপত্রের সত্যায়িত কপি এবংসপ্য তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি দাখিল করতে হবে।
  • iii) সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত সনদ দাশ্বির করতে হবে।

  • iv) জাতীয় পরিচয়পত্র /জন্ম সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। 
  • v) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র দাখিল করতে হবে।
  • (vi) বিভিন্ন কোটায় আবেদনকারী প্রার্থীদের যথাযথ কর্তৃপঞ্ষের নিকট হতে প্রাপ্ত সনদ/প্রত্যয়ন/অনাপত্ভিপত্র দাখিল করতে হবে।
  • vii) বিভাগীয়, সরকারি, আখা-সরকারি ও স্থায়ন্তশাসিত প্রতিষ্ঠানে চাকুরিরত প্রার্থীকে মৌখিক পরীর সময় সংশ্লিষ্ট
  • কর্তৃপক্ষের অনাপ্তিপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।


DGDA Job Circular 2021 


খে) উষ্ত তথ্যসসূহের ভিত্তিতে প্রার্থীকে চুড়ান্ত নিয়োগ প্রদানের পূর্ব প্রার্থীর ঢারিক্রিক প্রতিপাদন সম্পাদন করা হবে।

গে) প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা বিজ্ঞপ্তিতে উদ্লেশ্বিত ন্যুনতম যোগ্যতার সাথে অসাসঞ্স্যপূর্ণ তথ্য দিলে কিংবা পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট ্রাথীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার টি যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীণ যে কোন প্রার্থীর প্রার্থিতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।


ঘে) আবেদনকারী সুস্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা, নাতি-নাতনী হলে তার স্বপক্ষে আবেদনকারীকে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌোরসভার মেয়র কর্তৃক প্রদত্ত প্রমাণপত্র (সংশ্লিষ্ট বীর মুক্তিযো্ধার গেজেট/ভারতীয় তালিকা/লাল সুক্তিবার্তা নম্বর/সাময়িক সনদের নম্বর ও তারিস/বাসুস সনদের নম্র ও তারিখ উল্লেখপূর্বক) উপস্থাপন করতে হবে।

ডে) এ নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি এমন কোনো বিষয়ে সরকারি প্রচলিত আইন, সার্কুলার, বিধি-বিধান অনুসরণ করা হবে। 


অনলাইনের আবেদনপত্র পুরণ সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়:-

কে) পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ  http://dgda.teletalk.com.bd/home.php পারবেন। 


আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • i) Online -এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষায় ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ২৫ মে, ২০২১ তারিখ সকাল ১০.০০ থটিকা।
  • ii) Online -এ আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৫ জুন, ২০২১ তারিখ বিকাল ৫.০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online -এ আবেদনপত্র Submite-এর সময় থেকে পরবর্তী ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে SMS-এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন।


খে) Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৩০০) Pixel ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ প্রস্থ ৮০) Pixel
স্ক্যান করে নির্ধারিত স্থানে [Upload] করবেন। ছবির সাইজ সর্বোক্চ 100KB ও স্বাক্ষরের সাইজ সর্বোষ্চ 60KB হতে
হবে।


গে) Online আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবতী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু Online-এ আবেদনপত্র
Submite করার পূর্বেই পুরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রাহী নিজে শতভাগ নিশ্চিত হবেন।


(ঘ)  ‍Online-এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষায় সময় এক কপি জমা

দিবেল। 


 SMS  প্রেরণের নিয্পমাবলি ও পরীক্ষার ফি প্রদান: 

Online-এ আবেদনপত্র (Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতে ছবি এবং স্থাক্ষর [Upload] করে আবেদনপত্র Submite করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ Application Preview দেখা যাবে।  নির্ভুলভাবে আবেদনপত্র Submite করা প্রা্থা একটি ছবি এবং স্থাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উক্ত Application Copy প্রিন্ট অথবা Download. করে সংরক্ষণ করবেন।

 Application Copy কপিতে একটি [User ID]নম্বর দেয়া থাকবে এবং [User ID] নন্বর ব্যবহার করে প্রার্থী নিমোক্ত পদ্ধতিতে যে কোন Telitalk Sim নম্বরের মাধ্যমে ০২ টি  SMS করে ০১ থেকে ০৭ নং ক্রমিকে উল্লিখিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ১১২/- (একশত বার টাকা) এবং ০৮ থেকে ১০ নং ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫৬/- ছাপান্ন টাকা) অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

 বিশেষভাবে উল্লেখ্য যে, Online-এ আবেদন পত্রের সকল অংশ পূরণ করে Submite করার পরে পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত Online আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না।


SMS  প্রেরণের নিয্পমাবলি:

প্রথম SMS : DGDA<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

Exampe: DGDA XXXX

ফিরতি SMS এর আপনার ফোনে এরকম  ম্যাছেজ আসবে- Applicant's Name XXX.  Tk 112 will be Charged As Application Fee. Your Pin Is XXXXX. To pay Fee type DTER<space> YES<space> PIN and Send to 16222


দ্বিতীয় SMS : DGDA<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে

Exampe: DGDA YES XXXXX

এরপর ফিরতি এসএমএস আপনাকে Congratulation এসএমএস পাঠালে বুঝবেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে । 


“বিশেষভাবে উল্লেখ্য, আবেদনপত্রের সকল অংশ পূরণ করে Submission  করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গ্রহণ করা হবে না"


ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


চে) প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি সংশ্লিষ্ট ওয়েব সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। ONLINE আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বরে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিখায় উত্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞনীয়।


ছে), SMS -এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীম্ষার তারিখ, সময় ও স্থানের/কেন্দ্রের নান ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক রঙিন  Pront করে নিবেন। প্রাথী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় সময় অবশ্যই প্রদর্শন করবেন।


ট) পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র পরবর্তীতে SMS এর মাধ্যমে জানালো হবে।


ঠ) পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সংশ্লিষ্ট ওয়েব সাইটে হতে পাওয়া যাবে।


মোঃ মোস্তাফিজুর রহমান
পরিচালক (চলতি দায়ি)
শুষধ প্রশাসন অধিদপ্তর ও
সভাপতি, বিভাগীয় নির্বাচন কমিটি।


 এছাড়া যে কোন ধরনের প্রশ্ন করতে আমাদের ফেজবুক পেজে নক করতে পারেন


আমাদের ইউটিউব চ্যানেল    




রিলেটেড কিওর্য়াড:

ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি,dgda notice board,DGDA job circular 2021,dgda jobs,ঔষধ প্রশাসন অধিদপ্তর নোটিশ,এনজিও চাকরির খবর ২০২২

dgda job circular 2021,ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,job circular 2021,government job circular 2021,recent govt job circular 2021,govt job circular 2021,ঔষধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ ২০২১,ঔষধ প্রশাসন নিয়োগ ২০২১,ওষুধ প্রশাসন অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১,bd job circular 2021, DGDA Job Circular 2021, dgda job circular 2021, BGDA Job Circular 2021 jobs test bd, Directorate General Of Drug Administration Job Circular 2021, DGDA Job Circular PDF, DGDA Job Admit card download, DGDA Job Circular Result 2021,

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন