২১৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। karigori shikkha odhidoptor job circular 2021।DTE Job Circular 2021

 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
কারিগরি শিক্ষা অধিদপ্তর
শাখা- ০৩ প্রেশাসন)
www. techdu. govt. bd
                এফ-৪/বি, আগারগীও, শেরে বাংলা নগর, ঢাকা- ১২০৭                                
   স্মারক নং- ৫৭.০৩.০০০০.০১২.১১.০২৫.২০- ২৪৩               
তারিখঃ ২০ বৈশাখ, ১৪২৮ বাংলা..... ০৩ মে, ২০২১ ইং

“কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১”


কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী রাজস্বখাতের শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্ত নিম্নবর্ণিত শর্তে উল্লিখিত পদের বিপরীতে বর্ণিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।


এই সার্কুলার থেকে যা যা জানতে পাবেন-

  • কারিগরি শিক্ষা বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি 2021 কত পদে নিয়োগ প্রকাশ হয়েছে । 

  • DTE Job Circular 2021 এর কারা আবেদন করতে পারবেন। 

  • কোন পদে কি কি যোগ্যতা লাগবে । 
  • শিক্ষাগত যোগ্যতা কতটুকু লাগবে ।
  • কোন পদে কত জন িলোক নিবে ইত্যাদি ।

২১৮১ পদে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১। karigori shikkha odhidoptor job circular 2021।DTE Job Circular 2021।এনজিও চাকরির খবর ২০২২
কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১


১। পদের নাম:  
ক্রাফট ইনস্টাক্টর (সপ):
  • সিভিল-১৫৬ জন
  • ইলেকট্রিক্যাল-৯৮ জন
  • মেকানিক্যাল-৮৫ জন
  • পাওয়ার-৪৫ জন
  • আইডিটি-৪৫ জন
  • কন্সট্রাকশন-২৫ জন
  • মেকট্রনিক্স-১৮ জন
  • ট্যুরিজম-১১ জন
  • ইলেকট্রনিক্স-১৪১  জন
  • ডাটা কমি.-৫ জন
  • কম্পিউটার সাইন্স-৫ জন
  • অটোমোবাইল-৪ জন
  • আইপিসিটি-১৩ জন
  • আরএসি-৭৫ জন
  • মাইনিং-১ জন
  • এনভায়রনমেন্টাল-৩১ জন
  • সার্ভে-৫ জন
  • কেমিক্যাল-৩ জন
  • গার্মেন্টস ডিজাইন এন্ড ফুড-৩৯ জন
  • পেটার্ন মেকিং-৩ জন
  • টেলিকমিউনিকেশন-১৫জন
  •  সিভিল (উড)-২ জন
  • ইলেকট্রোমেডিক্যাল-২৭ জন
  • গ্রাফিক ডিজাইন-২.জন
  •  আর্কিটেকচার-৬ জন
  • প্রিন্টিং-২জন

বেতন স্কেল/-১৫, গ্রেড : ১১,০০০-২৬,৫৯০/-

পদ সংখ্যা : মোট- ১০৫৭টি

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: 
ক) পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির মাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে: 
 সকল জেলা

২। পদের নাম:
ক্রাফট ইনস্টাক্টর (টিআর/ইলেকট্রনিক্স/টেক) :

  • সিভিল-১৬৫ জন
  • ইলেকট্রিক্যাল-৯৮ জন
  • মেকানিক্যাল-৮৫ জন
  • পাওয়ার-৪৫ জন
  • এআইডিটি-৪৫ জন
  • কন্সট্রাকশন-২৫ জন
  • মেকট্রনিক্স-৯ জন
  • ট্যুরিজম-১০ জন
  • ইলেকট্রনিক্স-১২৭ জন
  • কম্পিউটার-১৭৭ জন
  • অটোমোবাইল-৫জন
  •  ডাটা কমি.-৫ জন
  • কম্পিউটার সাইন্স-৫ জন
  • অটোমোবাইল-৪ জন
  • আইপিসিটি-১২ জন
  • আরএসি-৫৯ জন
  • মাইনিং-১ জন
  • এনভায়রনমেন্টাল-৩১ জন
  • ফুড-২৭ জন
  • টেলিকমিউনিকেশন-১৩ জন
  • ইলেকট্রোমেডিকেল-৩০ জন
  • এআইডিটি-৪৯ জন
  • সার্ভে-৫জন
  •  কেমিক্যাল-৪ জন
  • গার্মেন্টস ডিজাইন এন্ড পের্টান মেকিং-৪ জন
  • পেটার্ন মেকিং-৩ জন
  • টেলিকমিউনিকেশন-১৫জন
  •  সিভিল (উড)-৪জন
  •  সিরামিক-৩ জন
  • গস্নাস-২ জন
  • গ্রাফিক ডিজাইন-২. জন
  • আর্কিটেকচার-৬ জন
  • প্রিন্টিং-৩ জন
বেতন স্কেল/-১৫, গ্রেড : ১১,০০০-২৬,৫৯০/-

পদ সংখ্যা : মোট- ১০১৯টি

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: 
ক) পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির মাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে: 
 সকল জেলা

৩। পদের নাম:
ক্রাফট ইনস্টাক্টর (টেক/ল্যাব) : 
  •  সিভিল-৮ জন
  • ইলেকট্রিক্যাল-৬ জন
  • মেকানিক্যাল-৩ জন
  • পাওয়ার-১ জন
  • ইলেকট্রনিক্স-১৮ জন
  • কম্পিউটার-২৭ জন
  • এআরসি-১৯ জন
  • এনভায়রনমেন্টাল-১জন
  •  ফুড-১৩ জন
  • টেলিকমিউনিকেশন-১ জন
  • মেকাট্রনিক্স-৫ জন
  • ইলেকট্রোমেডিকেল-২ জন
  •  কন্সট্রাকশন-১ জন
বেতন স্কেল/-১৫, গ্রেড : ১১,০০০-২৬,৫৯০/-

পদ সংখ্যা : মোট- ১০৫টি

শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা: 

ক) পদার্থ ও রসায়নসহ ২য় শ্রেণির মাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার পরিচালনায় দক্ষতা অথবা উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ ও সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ট্রেড কোর্স এবং ৫ বছরের অভিজ্ঞতা।

কোন জেলার প্রার্থীগন আবেদন করতে পারবে: 
 সকল জেলা

karigori shikkha odhidoptor job circular 2021 এ আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অনুসরণ করতে হবেঃ-

১। অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষার ফি জমাদান পদ্ধতিঃ

ক. পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://dter.teletalk.com.bd/home.php এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন। 


এছাড়া আরো এনজিও চাকরির খবর সহ বিভিন্ন চাকরির খবর পেতে


আবেদনের সময়সীমা নিম্নরূপ:

  • online এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ: ০৫/০৫/২০২১, সকাল ১০:০০ মিনিট।
  • online-এ আবেদনপত্র ও পরীক্ষার ফি জমাদানের শেষ তারিখ: ২৫/০৫/২০২১, বিকাল ০৫:০০ মিনিট।

উক্ত সময়সীমার মধ্যে User ID  প্রাপ্ত প্রার্থীগণ Online এ আবেদনপত্র submit এর সময় থেকে পরবর্তী ৭২(বাহাত্তর) ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন।

খ. online আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০প্রস্থ ৮০ Pixel)রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০০প্রস্থ ৩০০ Pixel) স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন।

গ. Online আবেদনপত্রে পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদন প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন।

ঘ. প্রার্থী Online এ পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্টকপি পরীক্ষা সংক্রান্ত যে কোন প্রয়োজনের সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন।

ঙ. DTE Job Circular 2021 এর SMS  
প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান:

Online এ আবেদনপত্র ( Application Form) যথাযথভাবে পূরণ করে নির্দেশনামতে ছবি এবং স্বাক্ষর  Upload  করে আবেদনপত্র  Submite করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ  Application preview দেখা যাবে। নির্ভুলভাবে আবেদন পত্র  Submite করা সম্পন্ন হলে প্রার্থী একটি [ User ID ), ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি Application Copy পাবেন। উত্ত Application Copy  প্রার্থী প্রিন্ট অথবা [Download] করে সংরক্ষণ করবেন। 

Application Copy কপিতে একটি [User ID] নম্বর দেওয়া থাকবে এবং [ User ID ]) নম্বর ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Prepaid  Mobile নম্বরের মাধ্যমে ০২(দুই) টি SMS  করে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য আবেদন প্রতি ক্রমিক নং-১ থেকে ৩ পর্যন্ত ১১২.০০ (একশত বারো) টাকা অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, Online এ আবেদনপত্রের সকল অংশ পূরণ করে  Sumite  করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত Online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।


Teletalk Prepaid Sim এর মাধ্যমে SMS প্রেরনের নিয়মাবলী:


প্রথম SMS : DTER<space> User ID লিখে Send করতে হবে 16222 নম্বরে

Exampe: DTER ABCED

ফিরতি SMS এর আপনার ফোনে এরকম  ম্যাছেজ আসবে- Applicant's Name XXX.  Tk 112 will be Charged As Application Fee. Your Pin Is XXXXX. To pay Fee type DTER<space> YES<space> PIN and Send to 16222

দ্বিতীয় SMS : DTER<space>YES<space>PIN লিখে Send করতে হবে 16222 নম্বরে

Exampe: DTER YES XXXXXXXX

এরপর ফিরতি এসএমএস আপনাকে Congratulation এসএমএস পাঠালে বুঝবেন আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে । 

চ. প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি www.dter.teletalk. com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে।

Online আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

ছ, SMS এ প্রেরিত User ID  এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেন্যুর নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী প্রিন্ট (সম্ভব হলে রঙিন) করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময়ে এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময়ে অবশ্যই প্রদর্শন করবেন।

জ. শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল ফোন থেকে প্রার্থীগণ নিম্নবর্ণিত SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ User ID , Serial এবং PIN পুনরুদ্ধার করতে পারবেন।


কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ এর
 আবেদনকারীর বয়স:

২। সকল পদে ১৫/০৪/২০২১থ্বিঃ তারিখে বয়স ১৮ হতে ৩০ বৎসরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৩। সরকারি/আধা-সরকারি/স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

8। প্রার্থী নির্বাচনে প্রচলিত জেলা কোটা ও অন্যান্য কোটাসহ সরকারি সর্বশেষ বিধিবিধান অনুসরণ করা হবে।

৫। বিজ্ঞপ্তিতে উল্লিখিত শূন্য পদের সংখ্যা কম/বেশী হতে পারে, যা নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত হবে।

৬। মৌখিক পরীক্ষার সময় নিয়োক্ত কাগজপত্রাদি দাখিল করতে হবেঃ-


  • কে) প্রবেশ পত্রসহ সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
  • (খ) পূরণকৃত Application Form (Application Copy) , সকল সনদপত্রের ফটোকপি ও ০২ (দুই) কপি ছবিসহ দুই সেট দাখিল করতে হবে;
  • (গ) জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দাখিল করতে হবে;
  • (ঘে) আবেদকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র-কন্যা হলে আবেদকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুত্র- কন্যা এ মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর/পৌর মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সদনের ফটোকপি দাখিল করতে হবে। এক্ষেত্রে প্রার্থীর পিতা/মাতার নাম এবং মুক্তিযোদ্ধার পুত্র/কন্যার নাম উল্লেখসহ মুক্তিযোদ্ধার সাথে প্রার্থীর সম্পর্কের বিষয়টি সুস্পষ্টভাবে সনদে উল্লেখ করতে হবে।
  • (ড) এতিম, শারীরিক প্রতিবন্ধী, কুদ্র নৃ-গোষ্ঠী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের ফটোকপি দাখিল করতে হবে।
  • (চ) সরকারি/আধা সরকারিরস্থায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীগণকে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্র/ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে।


৭। নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টি.এ./ডি.এ প্রদান করা হবে না।

৮। অসত্য/তুটিপূর্ণ/অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য নিয়োগ কার্যক্রমের যেকোন পর্যায়ে বা নিয়োগদানের পরেও অসত্যত্ুটিপূর্ণ/ভুয়া প্রমাণিত হলে তার দরখান্ত/নির্বাচন বা নিয়োগ সরাসরি বাতিল বলে গণ্য হবে।

৯। অনাকাঙ্খিত ভুল-স্রান্তি সংশোধনযোগ্য এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চড়ান্ত বলে গণ্য হবে।

১০। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য www. techdu. govt. bd এ তে পাওয়া যাবে এবং লিখিত/ব্যবহারিক/মৌখিক পরীক্ষার তথ্য  প্রার্থীর মোবাইল ফোনে SMS-এর মাধ্যমে (শুধু যোগ্য প্রার্থীদের) যথাসময়ে জানানো হবে। Online এ  আবেদনপত্র প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায়, উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্চনীয়।

১১। অনিবার্ধ কারণে নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল/প্রত্যাহার করার ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


 মোঃ মাহমুদুল হক

যুদ্ম সচিব ও (পিআইডব্রিউ)
             ও
          সভাপতি
বিভাগীয় নির্বাচন/বাছাই কমিটি
কারিগরি শিক্ষা অধিদপ্তর, ঢাকা- ১২০৭।


আমাদের সাইট থেকে যেসকল নিয়োগ বিজ্ঞপ্তি জানতে পারবেন তা হলো-

  • bd job circular প্রতিদিনের আপডেট
  • govt job সকল খবর
  • ajker chakrir khobor 
  • ngo job তথ্য
  • এনজিও চাকরির খবর আপডেট
  • সরকারি চাকরির খবর আপডেট তথ্য
  • সাপ্তাহিক চাকরির খবর ও পত্রিকা
  • আজকের চাকরির খবর 
  • বেসরকারি চাকরির খবর ইত্যাদি।


একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন