HSC পাশে এফএইচপি এনজিও নিয়োগ ২০২৪ | fhp ngo job circular 2024

HSC পাশে এফএইচপি এনজিও নিয়োগ ২০২৪ | fhp ngo job circular 2024মাইক্রোক্রেডিট রেগুলেটরী অথরিটি (এমআরএ) সনদ প্রাপ্ত জাতীয় পর্যায়ের স্বনামধন্য, দ্রুত সম্প্রসারণশীল, স্বেচ্ছাসেবী উন্নয়নমূলক সংস্থার ক্ষুদ্রধণ কার্যক্রমে প্যানেল তৈরীর নিমিত্তে কিশোরগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়ীয়া, হবিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা, মুন্সিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল এবং ঢাকা জেলাসহ বাংলাদেশের যে কোনো জেলা/উপজেলার মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী যোগ্য ও কর্মঠ প্রার্থীদের নিকট হতে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে।

মোট পদ সংখ্যা-  ৪০৫

পদসমূহ- সহকারী শাখা ব্যাবস্থাপক/ জৈষ্ঠ্য কর্মসুচী সংগঠক
/কর্মসুচী সংগঠক

অভিজ্ঞতা- অভিজ্ঞ/অনভিজ্ঞ

শিক্ষাগত যোগ্যতা - HSC/Degree/Honours/Master’s 

এফএইচপি এনজিও নিয়োগ ২০২৪ | fhp ngo job circular 2024 আরো তথ্য নিচে দেখুন।  👇
 
 অন্যান্য তথ্যাবলি: 
 নিয়োগ প্রাপ্তদের এক মাস সাত দিন শিক্ষানবিশ প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ কালে প্রশিক্ষণ ভাতা হিসাবে প্রতি মাসে ৬,০০০/- (ছয় হাজার) টাকা এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। সন্তোষজনকভাবে প্রশিক্ষণ সমাপনের পর চাকুরীতে চুড়ান্ত নিয়োগ দেয়া হবে। চুড়ান্ত নিয়োগ প্রাপ্তদেরকে এফএইচপি এর বিধি মোতাবেক বেতন স্কেল অনুযায়ী বেতন-ভাতাদি, ক্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড ও গ্যাচুইটি এবং একক আবাসিক সুবিধা প্রদান করা হবে। প্রত্যেক কর্মীকে বাইসাইকেল/মোটর সাইকেল চালিয়ে কাজ করতে হবে ।


আবেদন করতে যা যা প্রয়োজন 

১। পূর্ন জীবন বৃতান্ত।

২।  মোবাইল নম্বর ও পরিচয় প্রদানকারী দুই জন ব্যক্তির নাম ও পরিচয়।

৩। স্বহস্তে লিখিত আবেদন পত্র।

৪। সদ্য তোলা ২কপি পাসপোর্ট সাইজের ছবি

৫।  নাগরিকতের সনদপত্র। 
৬।  সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও প্রশংসা পত্রের অনুলিপি। 
৭। NID 
 
উপরোক্ত কাগজ পত্রসহ  সহস্তে লিখিত আবেদন পত্র নিম্ন ঠিকানায় প্রেরণ করতে হবে। 

 fhp ngo job circular 2024 এর আবেদনের শেষ তারিখ। 

আগামী ২৪ মার্চ, ২০২৪ইং তারিখ
আবেদনের ঠিকানা : 
বিভাগীয় প্রধান, মানব সম্পদ উন্নয়ন বিভাগ, সোসাইটি ফর ফ্যামিলী হ্যাপিনেস এন্ড প্রসপারিটি (এফএইচপি), প্রধান কার্যালয়, দড়িকান্দি, বাজিতপুর, কিশোরগঞ্জ অথবা লিয়ার্জো অফিস- ব্লক এ, রোড-৩, বাড়ি নং-০৯, বনশ্রী, রামপুরা, ঢাকা- ১২১৯ অথবা যে কোন শাখা অফিসে ডাকযোগে/ কুরিয়ার সার্ভিসে/ সরাসরি জমা দেয়া যাবে ।

 বিঃদ্রঃ -ধূমপায়ীদের আবেদন করার প্রয়োজন নেই। 


Related Tag 
job circular 2024
job circular today
job circular bd
job circular 2024 bangladesh
ngo job circular 2024 bangladesh
ngo job circular 2024
চাকরি খবর
চাকরির খবর সাপ্তাহিক
চাকরির নিয়োগ ২০২৪ 
চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
আজকের চাকরির খবর 2024
এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪
এনজিও চাকরির খবর ২০২৪ 
বিডি জব সার্কুলার ২০২৪
সরকারি চাকরির খবর ২০২৪
একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন