পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি।মোটরসাইকেল এফিডেভিট করার নিয়ম জেনে রাখুন ।motorcycle affidavit। rs job circular

 পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি।মোটরসাইকেল এফিডেভিট করার নিয়ম জেনে রাখুন ।motorcycle affidavit।

পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি।মোটরসাইকেল এফিডেভিট করার নিয়ম জেনে রাখুন ।motorcycle affidavit। rs job circular
 পুরাতন মোটর সাইকেল ক্রয় বিক্রয় এর সঠিক পদ্ধতি।motorcycle affidavit। 


আজ আপনাদের দেখাবো পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় করতে গেলে কিভাবে সঠিক পদ্ধতিতে এফিডেভিট লিখতে হয় । অনেক সময় আমরা না বুঝেই এফিডেভিট ভুল ভাল লিখে রাখি । তাই আমি আজ আপনাদের এর সঠিক নমুনা কপি নিয়ে আসলাম । 

পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয়  করতে গেলে আপনাকে বেশ কিছু বিষয় মাথায় রােখতে হবে । যেমন: 

১।মোটর সাইকেল এর কাগজপত্র যেমন- রেজিষ্ট্রেশন পেপার, ফিটনেস পেপার, ইত্যাদি কাগজপত্র বি আর টি অফিস থেকে চেক করে নিলে খুব ভাল হয় । 

২। কাগজপত্র ঠিক থাকলে গাড়ির চেসিস ইঞ্জিন ঠিক আছে কিনা তা কোন মেকানিক দ্বারা চেক করে নিবেন।

ক্রেতা হলে করনীয়-

৩। বিক্রেতার NID নিবেন

৪। ২ কপি রঙ্গিন ছবি 

৫। মোটর সাইকেল ক্রয় রশিদ 

বিক্রেতা হলে-

৬।ক্রেতার NID নিবেন

৭। ২ কপি রঙ্গিন ছবি 

৮। মোটর সাইকেল ক্রয় রশিদ 

এর পর ৩০০ (তিন শত)  টাকার ৩টি স্ট্যাপ নিয়ে নিচের দেওয়া নমুনা মতো করে এফিডেভিট চুক্তি সম্পাদন করবেন।

লেনদেনের সময়  দুজনই উপস্থিত থাকলে ভাল হয়। চুক্তিনামা নিয়ে উকিল এর কাছ থেকে এফিডেভিট (নোটারি) করিয়ে নিবেন অব্যশই । সব কাগজপত্র একসেট ফটোকপি করে আপনার নিকট রেখে দিবেন।  

অনেকে বলবে এত কিছু করার দরকার নেই আমি বলব দরকার আছে কারণ সাবধানতা অবলম্বন করলে ক্ষতি নাই ।


 **মোটরসাইকেল এফিডেভিট করার/ পুরাতন মোটরসাইকেল ক্রয়-বিক্রয় এর সঠিক নমুনা দেখানো হল-

এখানে অন্য এলাকার নাম, ক্রেতা, বিক্রেতা, জেলা কোট, থানা, উপজেলা দেওয়া আছে । আপনি আপনার এলাকার সব তথ্য দিবেন ।  নমুনা কপিতে ১ নং পাতা উল্লেখ করে দেওয়া আছে আপনারা যখন লিবেন তখন ১নং পাতায় ১নং পাতা লিখবেন এভাবে চলবে।  তো চলুন দেখে নেয়া যাক -

নমুনা কপি নিচে দেখুন- 

পাতা নং-১

জেলা দিনাজপুর নোটারী পাবলিক সাহেব সমীপে

এফিডেভিট

আমি মোঃ আবু তালেব মিয়া, পিতাঃ মোঃ গাজী রহমান, গ্রামঃ দক্ষিন দেবীপুর, ধর্ম- ইসলাম, ডাকঘরঃ হাটশ্যামগঞ্জ, উপজেলাঃ ঘোড়াঘাট, জেলাঃ দিনাজপুর । নিম্নে আমি এফিডেভিট করিতেছি যে, 


১। আমি প্রতিজ্ঞা পূর্বক প্রকাশ করিতেছি যে, আমার নগদ টাকার আবশ্যক হেতু আমার নিজ নামীয় মোটর সাইকেলখানা বিক্রয়ের ঘোষনা দিলে আপনি মোঃ আসলাম মিয়া, পিতাঃ মৃত হোসেন আলী মন্ডল, মাতাঃ মোছাঃ আছমা বেগম, গ্রামঃ বেলওয়া (ছয়ঘাটি), ধর্ম-.ইসলাম, ডাকঘরঃ চৌধুরী গোপালপুর, উপজেলাঃ ঘোড়াঘাট, জেলাঃ দিনাজপুর, পেশাঃ ব্যবসা, জাতীয়তাঃ বাংলাদেশী । ক্রয় করিতে ইচ্ছা পোষন করিলেন । আমি আপনার কথায় রাজি হইয়া মোট মূল্য-১,১৬,০০০/-(এক লক্ষ ষোল হাজার) টাকা স্থির করতঃ মূল্যের সমুদয় টাকা একযোগে বুঝিয়া পাইয়া অদ্যকার তারিখ হইতে অঙ্গীকার ও স্বীকার করিতেছি যে অদ্যকার তারিখ হইতে আমি কিংবা আমার কোন ওয়ারীশগণ কেহ কোন প্রকার আমার বিক্রিত মোটর সাইকেলের উপরে দাবী দাওয়া করিতে পারিব না, করিলেও অত্র এ এফিডেভিট মুলে সর্বাদালতে অগ্রাহ্য হইবে ।ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ।


পাতা নং-২

২। আমি প্রতিজ্ঞ পূর্বক আরও প্রকাশ করিতেছি যে, অদ্যকার তারিখের পর হইতে আমার বিক্রিত মোটর সাইকেলের যাবতীয় দায়-দায়িতি আপনি বহন করিবেন এবং ইতি পূর্বেকার দায়-দায়িত আমি বহন করিব ।ইহা ছাড়া অদ্যকার তারিখের পরে গাড়ীর কাগজ পত্র আমার নামের পরিবর্তন করিতে পারিবেন । ইহা আমীর জ্ঞান, ও বিশ্বাস মতে সত্য । 


পাতা নং-৩

৩। আমি আরও প্রতিজ্ঞা পূর্বক প্রকাশ ও প্রচার করিতেছি যে, নিম্ন বর্ণিত মোটর সাইকেলটি আমি স্বেচ্ছায় স্বজ্ঞানে বিক্রয় করিয়া উহার মূল্য বাবদ একযোগে নগদে বুঝিয়া লইয়া স্বাক্ষীগণের সম্মুখে এফিডেভিট সহি সম্পাদন করিলাম ।ইহা আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য । 

“বিক্রিত মোটর সাইকেলের বিবরণ”

১। যানের শ্রেণী : মোটর সাইকেল বাজাজ  

২। প্রস্তুত কারক : ভারত

৩। চেচিস নং

৪ । ইঞ্জিন নং :

৫ । তৈরীর সন :

৬। সি.সি :

৭। রং :

৮। আসন  সংখ্যা :

৯। খালি গাড়ির ওজন :

১০। রেজিষ্ট্রেশন নং : দিনাজপুর-হ-১৪-৫৪৬৩


সত্যপাঠ

   অত্র এফিডেভিট এর যাবতীয় বিবরণ সমূহ আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য জানিয়া অদ্য কাচারী মোকামে হাজির হইয়া অত্র সত্যপাঠে নিজ নাম স্থাক্ষর/টিপ সহি করিলাম।

ইতি, তাং৪- ১২/০৯/২০২০


স্বাক্ষীগণের স্বাক্ষর                                                                                        এফিডেভিটকারীর স্বাক্ষর-

১।                             এফিডেভিটকারী আমার সম্মুখে সহি করিলে আমি

 ২।                                             তাহার সহি সনাক্ত করিলাম

  ৩।


                                                                এডভোকেট

                                                   জজ কোর্ট, দিনাজপুর |


অনেক কিছু বলে ফেললাম । কোথাও কোন ভূল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন  এবং ভূলটা ধরিয়ে দিবেন। ধন্যবাদ  


চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে 

এখানে ক্লিক করুন 

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন