SSC পাশে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট ১০২ পদে নিয়োগ ২০২১।Bangladesh Wheat and Maize Research Institute job circular 2021। গম গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১।

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট

প্রসাশন ও অর্থ উইং
নশিপুর, দিনাজপুর-৫২০০

বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট এর রাজস্বখাতভূক্ত নিম্নবনিত শূন্য পদে সমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়েগের নিমিত্তে প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশী প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্নিতশর্ত সাপেক্ষে আবেদন আহব্বান করা যাচ্ছে। Bangladesh Wheat and Maize Research Institute job circular 2021

SSC পাশে  বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট  ১০২ পদে নিয়োগ ২০২১।Bangladesh Wheat and Maize Research Institute job circular 2021। গম গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১।
Bangladesh Wheat and Maize Research Institute job circular 2021


ক্রমিক নংপদের নাম, বেতন স্কেল/-১৫, গ্রেডপদ সংখ্যাশিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা
উপ-পরিচালক-টাঃ ৪৩০০০ - ৬৯৮৫০/- (গ্রেড-৫)০১ (এক)ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণির বা সমমানের সিজিপিএসহ স্লাতক ও ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ১ম শ্রেণির স্লাতকোন্তর বা সমমানের ডিগ্রি,তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়;এবং খে) সরকারি, আধা-স্রকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট কাজে ৯ম গ্রেড বা তদুর্ধ পদে অন্যুন ১২বোর) বৎসরের বাস্তব অভিজ্ঞতা।
সিনিয়র সহকারী পরিচালক / টাঃ ৪৩০০০ - ৬৯৮৫০/- (গ্রেড-৫)০২ (দুই) প্রসাশন-১, হিসাব -১কোন স্থীকৃত বিশ্ববিদ্যালয় হইতে মানব সম্পদ ব্যবস্থপনাসহ অন্যুন ২য় শ্রেণি বাসিজিপিএ-৩.৫০সহ এম. বি. এ ডিগ্রি;খে) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত বা বেসরকারি প্রতিষ্ঠানে মানব সম্পদ ও প্রশাসন বিষয়ে অন্যুন ৩(তিন) বৎসরের কাজের বাস্তব অভিজ্ঞতা;
(গ) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে অফিস ব্যবস্থাপনা বিষয়ে অন্যুন ৪০চেল্লিশ) ঘন্টার প্রশিক্ষণ; এবং
ঘে) কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে কম্পিউটারের অফিস ত্যাপ্রিকেশন বিষয়ে অন্যুন '৬ছেয়) মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকিতে হইবে।
বৈজ্ঞানিক কর্মকর্তা টাঃ ২২০০০ - ৫৩০৬০/- (গ্রেড-৯)১৬ (ষোল)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান, ফুড ইঞ্জিনিয়ারিং, কৃষি প্রকৌশল, কৃষি অর্থনীতি বা পরিসংখ্যান বিষয়ে ০৪চার) বৎসর মেয়াদী অন্যুন ২য় শ্রেণির স্নাতক বা সমমানের সিজিপিএসহ ২য় শ্রেণির স্লাতকোন্তর ডিগ্রি অথবা ১ম শ্রেণির ঘাতকোত্তর বা
সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে অন্যুন ২য় শ্রেণির
স্নাতক বা সমমানের সিজিপিএসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ১ম শ্রেণির
স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ
বা সমমান গ্রহণযোগ্য নয়।
খামার তন্তাবধায়ক/ টাঃ ২২০০০ - ৫৩০৬০/- গ্রেড-৯)০৬ (ছয়)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান, কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশল, ফুড ইঞ্জিনিয়ারিং বা পরিসংখ্যান বিষয়ে ০৪ (চার) বৎসর মেয়াদী অন্যুন ২য় শ্রেণির ঘাতক বা
সমমানের সিজিপিএসহ ২য় শ্রেণির স্লাতকোত্তর ডিগ্রি অথবা ১ম শ্রেণির স্নাতকোত্তর বা
সমমানের ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিতে অন্যুন ২য় শ্রেণির
স্রাতক বা সমমানের সিজিপিএসহ ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি অথবা ১ম শ্রেণির
স্তকোত্তর বা সমমানের ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ
বা সমমান গ্রহণযোগ্য নয়।
সহকারী পরিচালক/ টাঃ ২২০০০ - ৫৩০৬০/- গ্রেড-৯)০২ (দুই)(কে) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ বিবিএ ডিগ্রি; এবং হিসাব-১) (খ) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হইতে কম্পিউটারে আইসিটি বিষয়ে অন্যুন ৬(ছয়) মাসের ডিপ্লোমা কোর্সের সনদ থাকিতে হইবে।
মেডিকেল অফিসার/ টাঃ ২২০০০ - ৫৩০৬০/- গ্রেড-৯)০১ (এক)কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে চিকিৎসা বিজ্ঞানে স্বাতক (এমবিবিএস) ডিগ্রি। তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
সহকারী প্রকৌশলী / টাঃ ২২০০০ - ৫৩০৬০/- গ্রেড-৯)০২ (দুই)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পুরকৌশল বিষয়ে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
সহকারী প্রোগ্রামার / টাঃ ২২০০০ - ৫৩০৬০/- গ্রেড-৯)০১ (এক)কে) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়ে্স/ কম্পিউটার সায়েলস এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং! ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্বাতক (সম্মান) বা সমমান ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। খে) সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitute এ উত্তীর্ণ হতে হবে
সহকারী মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার / টাঃ ২২০০০ - ৫৩০৬০/- গ্রেড-৯)০১ (এক)কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স/ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যুন দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্লাতক (সম্মান) বা সমমান ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোন পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়। (খে) নিয়োগ কমিটি কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
১০গ্রন্থাগারিক/ টাঃ ১৬০০০ - ৩৮৬৪০/- গ্রেড-১০)০১ (এক)ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে অন্যুন ২য় শ্রেণির সম্মানসহ ২য় শ্রেণির ম্লাতকোত্তর ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়; এবং খে) সংশিষ্ট ক্ষেত্রে অন্যুন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
১১উপ-সহকারী প্রকৌশলী/ টাঃ ১৬০০০ - ৩৮৬৪০/- (গ্রেড-১০)০৩ (তিন)কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে পুরকৌশল, বিদ্যুৎকৌশল বা যন্ত্রকৌশল বিষয়ে অন্যুন ২য় বিভাগ বা সমমানের সিজিপিএসহ ডিপ্লোমা।
১২ব্যক্তিগত সহকারী /টাঃ ১১০০০ - ২৬৫৯০/- গ্রেড-১৩)০৩ (তিন)ক) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতকসম্মান) বা সমমানের ডিগ্রি; এবং খে) সংশ্লিষ্ট কাজে অন্যুন ৫(পাঁচ) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
১৩প্রধান সহকারী /টাঃ ১১০০০ - ২৬৫৯০/- গ্রেড-১৩)০২ (দেই)ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ফ্লাতক বা সমমানের ডিগ্রি; এবংখে) কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে।
১৪উচ্চমান সহকারী / টাঃ ১০২০০ - ২৪৬৮০/- (প্রেড-১৪)০৪ ( চার )কে) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক ভিগ্রি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং খ) কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে।
১৫বৈজ্ঞানিক সহকারী/ টাঃ ১০২০০ - ২৪৬৮০/- (গ্রেড-১৪)২২ ( বাইশ)কোনো স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট হইতে কৃষি বিজ্ঞানে ৪চোর) বৎসর মেয়াদী ডিপ্লোমা, তবে শিক্ষা জীবনে কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী, বিভাগ বা সমমান গ্রহণযোগ্য নয়।
১৬অডিটর / টাঃ ১০২০০ - ২৪৬৮০/- (গ্রেড-১৪০১ (এক)কে) কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্যে অন্যুন ২য় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্বাতক ডিগ্রি; এবং খে) কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে।
১৭ডাফটসম্যান / টাঃ ৯৭০০ - ২৩৪৯০/-
(গ্রেড-১৫)
০১ এক)ক) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খে) কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সিভিল বিষয়ে ড্রাফটসম্যানশীপে বা সমমানের সনদপ্রাপ্ত: তবে শর্ত থাকে যে, বাস্তব অভিজ্ঞতাসম্পন্ পরার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হইবেন।
১৮কম্পাউন্ডার / টাঃ ৯৭০০ - ২৩৪৯০/-
(গ্রেড-১৫)
০১ (এক)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, এবং খে) কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে ফার্মেসী, মেডিক্যাল টেকনোলজি বা কম্পাউন্ডারশীপ এ ২য় বিভাগ বা সমমানসহ ডিপ্লোমা।
১৯অফিস সহকারী-কাম-কম্পিউটার /টাঃ ৯৩০০ - ২২৪৯০/- গ্রেড-১৬)০৭ (সাত)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যুন মুদ্রাক্ষরিক ২য় বিভাগ বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং (খে) কম্পিউটার টাইপিং এ নিম্নরূপ সর্বনিয় গতি থাকিতে হইবে, যথা:- বাংলা: প্রতি মিনিটে ২০(বিশ) শব্দ; এবং ইংরেজি: প্রতি মিনিটে ২০(বিশ) শব্দ।
২০ডাটা এন্ট্রি অপারেটর /টাঃ ৯৩০০ - ২২৪৯০/- গ্রেড-১৬)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং খে) কম্পিউটার টাইপিং এ নিম্নরূপ গতি থাকিতে হইবে, যথা:- বাংলা: প্রতি মিনিটে ২০(বিশ) শব্দ; এবং ইংরেজি: প্রতি মিনিটে ২০(বিশ) শব্দসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitute এ উত্তীর্ণ হতে হবে
২১ক্যাশিয়ার /টাঃ ৯৩০০ - ২২৪৯০/- গ্রেড-১৬)০১ এক)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্যে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যুন ২য় বিভাগ/সমমানসহ উত্তীর্ণ; এবং (খে) কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে।
২২ল্যাবরেটরি/টেকনিক্যাল এসিসট্যান্ট /টাঃ ৯৩০০ - ২২৪৯০/- গ্রেড-১৬)০১ এক)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যুন ২য় বিভাগ বা সমমানসহ উত্তীর্ণ; এবং (খ) কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে অন্যুন ৬য়) মাস মেয়াদী ট্রেভকোর্স বা সমমানের সনদর্রাপ্ত।
২৩ট্রাক্টর কাম টিলার ড্রাইভার /টাঃ ৯৩০০ - ২২৪৯০/- গ্রেড-১৬)০২ (দুই)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; খে) হালকা ড্রাইভিং লাইসেন্সধারী; এবং (গ) সংশ্লিষ্ট কাজে অন্যুন ৩(তিন) বৎসরের বাস্তব কর্ম অভিজ্ঞতা।
২৪ষ্টোর কিপার /টাঃ ৯৩০০ - ২২৪৯০/- গ্রেড-১৬)৫ (পাঁচ)কে) কোনো স্বীকৃত বোর্ড হইতে HSC/উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় অন্যুন ২য় বিভাগ বা সমমানসহ উত্তীর্ণ; এবং (খ) কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার সনদসহ দক্ষতা থাকিতে হইবে।
২৫অফিস সহায়ক / টাঃ ৮২৫০ - ২০০১০/- (গ্রেড-২০)১৪ ( চৌদ্দ)কোন স্বীকৃত বোর্ড হইতে SSC/ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উতীর্ণ।

Bangladesh Wheat and Maize Research Institute job circular  এর 
নিয়োগের শর্তাবলি:

১।প্রার্থীগণকে অনলাইনে (http://www.bwmri.gov.bd) আবেদন করতে হবে। আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ ও নিজ জেলাসহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লিখিত আছে, অনলাইন আবেদন ফরমে এবং পরবর্তীতে হুবহু সেভাবে লিখতে হবে।
২। সরকারি, আধা সরকারি ও স্থায়িভ্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে।
৩। সুদ্রিত হাতের লেখা কোন প্রকার আবেদন বা কাগজপত্র ডাকযোগে বা অন্য কোন উপায়ে প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না।
৪। বয়সসীমা (৩১ মে ২০২১ তারিখ অনুযায়ী)-
  •  ১ নং পদে আবেদন কারীগণের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বৎসর
  •  ২ নং পদে আবেদনকারীগণের বয়সসীমা সর্বোচ্চ ৩৫ বৎসর
  •  ৬ নং পদে আবেদনকারীগণের বয়সসীমা সর্বোচ্চ ৩২ বৎসর
  • ৩-৫ নং এবং ৭-২৫ নং পদে আবেদনরারীগণের বয়সসীমা ১৮ (আঠার) থেকে ৩০(ত্রিশ) বৎসরের      মধ্যে হতে হবে
  • বৈজ্ঞানিক সহকারী পদে আবেদনকারীদের ক্ষেত্রে বিভাগীয় প্রকল্পে কর্মরত প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা       ৩৫ বৎসর পর্যন্ত শিখিলযোগ্য
  • মুক্তিযোদ্ধাদের পুন্র-কন্যা/পুত্র কন্যার পুত্র-কন্যা/শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীদের জন্য     বয়সসীমা ১৮ (আঠার) থেকে ৩২ (বত্রিশ) বৎসরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট   গ্রহণযোগ্য নয়।
৫। জেলা কোটাসহ সরকার কর্তৃক প্রচলিত অন্যান্য সকল প্রকার কোটা বিধি অনুযায়ী অনুসরণ করা হবে।
৬। লিখিত/ প্রয়োগিক  সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
৭। সাক্ষাৎকার/মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত  Application Form সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার
মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত সনদ, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র-কন্যার পুক্র-কন্যা এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।
৯। প্রার্থী কর্তৃক প্রদন্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসদৃপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ভুল তথ্য/জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষায় উত্তীর্ণ যেকোনো প্রার্থীর প্রার্থীতা বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।
১০। আবেদনকারীর মোবাইল ফোনে Teletalk Bangladesh Limited হতে Sms এর মাধ্যমে যথাসময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে। অনিবার্য কারণে কর্তৃপক্ষ জারিকৃত বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চুড়ান্ত বলে গণ্য হবে।

Bangladesh Wheat and Maize Research Institute  এর
আবেদনকারীর অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলি:
১। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http,/bwmri.teletalk.com.bd এই ওয়েব সাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। 
আবেদনের সময়সীমা নিয়রূপ:
  • Online এ আবেদন পত্র পুরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১১-০৫-২০২১ খ্রিঃ, সকাল ১০:০০ ঘটিকা।
  • Online এ আবেদন পত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ৩১-০৫-২০২১ খ্রিঃ, বিকাল ০৫:০০ ঘটিকা।
  • Online  এ আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর (দৈর্ঘ্য 300প্রস্থ x 80 pixel) ও রঙিন ছবি (দৈর্ঘ্য 300 প্রস্থ x  300 pixel ) করে নির্ধারিত স্থানে Upload করবেন।
 গম গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১ এর পরীক্ষার ফি সংক্রান্ত তথ্য :
teletalk prepaid mobite নম্বরের মাধ্যমে ২ (দুই)টি sms করে পরীক্ষার ফি বাবদ ১-২৪ নং ক্রমিকের জন্য ১০০/-(একশত) টাকা এবং teletalk এর সার্ভিস চার্জ ১২.০০ টাকা মোট ১১২/-(একশত বার) টাকা এবং ২৫ নং ক্রমিকের জন্য ৫০/-(পঞ্চাশ) টাকা ও teletalk এর সার্ভিস চার্জ ০৬.০০ টাকা মোট ৫৬/- ছাপান্ন) টাকা অনধিক ৭২ বোহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, online এ আবেদনপত্রের সকল অংশ পুরণ করে submit করা হলেও পরীক্ষার ফি জমা না দেয়া পর্যন্ত online আবেদনপত্র কোন অবস্থাতেই গৃহীত হবে না।
আরো বিভিন্ন চাকরির সার্কুলার পেতে rsjobcircular এর সাথেই থাকুন 

বংলাদেশ বিমান বাহিনীতে  নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে নিচের ছবিতে ক্লিক করুন-

SSC পাশে  বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট  ১০৪ পদে নিয়োগ ২০২১।Bangladesh Wheat and Maize Research Institute job circular 2021। গম গবেষণা ইনস্টিটিউট নিয়োগ ২০২১।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন